শীত আসছে। আরও মারাত্মক হয়ে উঠবে করোনার সংক্রমণ। এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। নয়মাস হয়ে গেল দেশে করোনার প্রকোপ চলছে। করোনাভাইরাস, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা পেরিয়ে এখন শরতেও লাগামছাড়া। বুধবার সংক্রমণ ৬৩ লাখ পেরিয়েছে, মৃত্যু ছুঁতে চলেছে এক লাখ। দিল্লির বিশেষজ্ঞ রিচা সারিনের মতে, শ্বাসকষ্টজনিত ভাইরাসের ক্ষেত্রে শীতকাল বিপদের। সার্স, ইনফ্লুয়েঞ্জা নানা মরসুমে প্রবল হয়। শীতে তা বাড়ে। শুকনো ঠান্ডায় ভাইরাস বেশি বেঁচে থাকে। তাছাড়া, আর্দ্রতা কম থাকায় বাতাসে ভাসা ভাইরাস ছড়ায় বেশি। সূর্যালোক কমে যাওয়ায় কমে যায় ভিটামিন ডি। ফলে কমে যায় ইমিউনিটি। তবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে টিকা আসা পর্যন্ত সংক্রমণ ঠেকানো যেতে পারে। কোনওরকম ঢিলেমি দিলেই সর্বনাশ। আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্টে দেখা যাচ্ছে, আগস্টের শেষে দেশে ৮ কোটি ৭০ লাখ করোনার রোগী ছিল। প্রতি ১৫ জনের একজনই ছিল করোনা আক্রান্ত।
إرسال تعليق
Thank You for your important feedback