একসময় করোনার হটস্পট ছিল টেক-সিটি বেঙ্গালুরু। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত এই শহর। কর্নাটক সরকার রাজ্যের সমস্ত রেস্তরাঁ, হোটেল ও খাবারের দোকান খোলার অনুমতিও দিয়েছে। ফলে দীর্ঘদিন ঘরের খাবার খেয়ে ক্লান্ত বেঙ্গুলুরুবাসী ভালো খাবারের খোঁজে ঘর থেকে বেড়িয়ে পড়ছেন। এমনকি লম্বা লাইনে দাঁড়াতেও পিছপা হচ্ছেন না তাঁরা। কিন্তু সামান্য বিরিয়ানি কিনতে দেড় কিমির বেশি লম্বা লাইন পড়ে যাওয়ায় তো আশ্চর্য হবেই লোকে। হ্যাঁ
বিরিয়ানির দোকানের লাইন পেড়িয়ে গেল দেড় কিমির বেশি। আর সেই লাইনের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কাবেরী নামের এক বেঙ্গালুরুর বাসিন্দা। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, প্রায় ৬ মাস পর বেঙ্গালুরুতে খাবারের দোকান খুলেছে। এমনই এক দোকান রয়েছে বেঙ্গালুরু সিটি সেন্টার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হোসকোটে। ‘আনন্দ দম বিরিয়ানি’ নামে এক রেস্তরাঁ স্থানীয়দের কাছে যথেষ্টই জনপ্রিয়। তাই দোকান চালু হতেই হামলে পড়েন বিরিয়ানিপ্রেমীরা। ফলে লাইন ছাড়িয়ে যায় দেড় কিমির বেশি। কাবেরী জানিয়েছেন গত রবিবার ওই ভিডিও তোলা হয়েছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিও তিনি সোমবার টুইটারে শেয়ার করেছেন। দেখুন সেই ভিডিও….
Queue for biryani at Hoskote, Bangalore. Send by @ijasonjoseph Tell me what biryani this is and is it free? pic.twitter.com/XnUOZJJd2c
— Kaveri 🇮🇳 (@ikaveri) September 26, 2020
إرسال تعليق
Thank You for your important feedback