উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলে দু’দিনের সফরে মুখ্যমন্ত্রী

 

 সেপ্টেম্বরের শেষে দুদিন উত্তরবঙ্গ সফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে প্রায় ৬ মাসের বেশি সময় তিনি জেলা সফর স্থগিত রেখেছিলেন। এবার ফের জেলা সফর শুরু করেছেন উত্তরবঙ্গ থেকে। মঙ্গলবারই তিনি যাচ্ছেন জঙ্গলমহল সফরে। এদিনই তিনি পৌঁছে যাবেন খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বুধবার যাবেন ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রীর এই দু’দিনের সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। রাজনৈতিক শিবিরের মতে সামনের বছরই বিধানসভা নির্বাচন। এবারের ভোট হবে আরও কঠিন। কারণ কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই পরিস্থিতিতে একফোঁটা সময় নষ্ট করতে নারাজ তৃণমূলনেত্রী। এমনিতেই করোনার জেরে প্রায় ৬ মাস কোনও জেলা সফর করতে পারেননি তিনি। জেলার পরিস্থিতি যাচাই করেছে নবান্ন থেকেই। এবার তাই লক্ষ্য বিধানসভা ভোটের আগে জেলার উন্নয়নের খতিয়ান সরজমিনে খতিয়ে দেখা। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট জেলাবাসীর মন বুঝেও নিতে চাইছেন। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারেই তিনি পৌঁছে যাবেন খড়গপুর। সেখানেই পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি প্রতিনিধিদের নিয়ে করবেন প্রশাসনিক বৈঠক। রাতে থাকবেন রাজ্য পর্যটন দপ্তরের গেস্ট হাউসে। এরপর বুধবার চলে যাবেন ঝাড়গ্রাম।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم