অনুমতি নিয়ে খুন টুইটার খুনির

 

জাপানে এই খুনির নাম তাকাহিরো শিরাইশি, বয়স ২৯। তার আইনজীবীর বক্তব্য, টুইটারে অনেকে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু শেষপর্যন্ত করতে পারে না, তাদেরই খুন করে তাকাহিরো। টুইটার খুনিকে জেরা করে পুলিশ জানতে পারে, সে নাকি অনুমতি নিয়েই খুন করেছে। তার আইনজীবী জানান, ইচ্ছা প্রকাশ করা ব্যক্তিকে হত্যা করা তাকাহিরোকে মৃত্যুদণ্ড না দিয়ে ৭ বছরের জেল দেওয়া হোক। তদন্তে নেমে জাপানের পুলিশ জানতে পেরেছে এই টুইটার খুনি মোট ৯ জনকে খুন করেছে। খুনের পর তাদের দেহ টুকরো টুকরো করে ঠান্ডা বাক্সে রেখে দিত। নিহত মানুষদের বয়স ১৫ থেকে ৩৫ এর মধ্যে। এদের কাউকে কাউকে ধর্ষণও করা হয়েছে। অনুমতিতে খুন করেছি বলে যতই হিরো হওয়ার চেষ্টা করুক না কেন তাকাহিরো, তাদের দেশে এই অপরাধের দণ্ড মৃত্যু।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم