প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রচারে ব্যবহার করা যাবে না। রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ানকে স্পষ্টভাষায় জানিয়ে দিল বিজেপি। এনিয়ে তারা নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবে। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিজেপির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এর আগেই চিরাগ জানিয়েছিলেন,, এবারের বিহার বিধানসভার ভোটে তাঁর পার্টি নীতীশ কুমারের জেডি (ইউ)-এর সঙ্গে কোনওরকম বোঝাপড়া করবে না। তবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে না তারা। তারা একাই লড়বে। ভোটারদের উদ্দেশে খোলা চিঠিতে নীতীশ কুমারকে আক্রমণ করে চিরাগ বলেছেন, নীতীশদের ভোট দিলে বিহারী যুবকদের ভিন রাজ্যে কাজের জন্য চলে যেতে হবে। এদিকে, এদিনই জেডি (ইউ) এবং বিজেপির আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ১২২টি আসন পাচ্ছে জেডি(ইউ), ১২১টি বিজেপি।
إرسال تعليق
Thank You for your important feedback