আনলক-৫ পর্বে দেশজুড়ে সিনেমা হল, বিনোদন পার্ক, চিড়িয়াখানা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে যাত্রীসংখ্যাও বাড়বে পাল্লা দিয়ে। পাশাপাশি শুরু হয়েছে উৎসবের মরশুমও। ভিড় বাড়ছে রাস্তায়। একইসঙ্গে ভিড় বাড়ছে কলকাতার জনপ্রিয় পরিবহণ মাধ্যম মেট্রোতেও। তাই মেট্রোর সময়সীমাও বাড়াতে চলেছে কলকাতা মেট্রো। আগামী সোমবার থেকে সন্ধ্যে সাড়ে সাতটার পরিবর্তে রাত আটটায় ছাড়বে শেষ মেট্রো। অর্থাৎ ওই দিন থেকে মেট্রো চলবে রাত ৯টা পর্যন্ত। এরজন্য আরও তিনজোড়া করে বাড়ছে মেট্রোর সংখ্যা। অর্থাৎ মোট ৬টি মেট্রো বাড়বে আগামী সোমবার থেকে। ট্রেনগুলি প্রতি ১০ মিনিট অন্তর চলবে দুই দিকেই। মেট্রো সূত্রে জানানো হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে এক একটি কামরায় যাতে ভিড় বেশি না হয় তার জন্য ধাপে ধাপে মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে। তবে যাত্রীদের দাবি, পুজোর আগেই যেন লকডাউন পূর্ববর্তী সময়সীমা মেনেই চালানো হয় কলকাতা মেট্রো।
إرسال تعليق
Thank You for your important feedback