জয়ী ঘোষণা হয়েছিল ৭ মাস আগে। অবশেষে মোহনবাগানের হাতে উঠতে চলেছে আই লিগ ট্রফি। আগামী ১৭ অক্টোবর ক্লাব তাঁবুতে এই ট্রফি দেওয়া হবে। এআইএফএফ সচিব কুশল দাস এই ট্রফি ক্লাবের হাতে তুলে দেবেন। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাবিধি কড়াভাবে মেনেই হবে সেই অনুষ্ঠান। গত ১০ মার্চ আইজল এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে এই জয় পেয়েছিল মোহনবাগান। গোলটি এসেছিল সেনেগালের স্ট্রাইকার বাবা দিওয়ারার পা থেকে। চার রাউন্ড বাকি থাকতেই বিজয়ী হয়েছিল শতাব্দীপ্রাচীন দলটি। তারপরই করোনা লকডাউন শুরু হয়ে যায়।। ক্লাবের আনন্দের সব আয়োজনই বন্ধ রাখতে হয়েছিল। এবার কিবু ভিকুনার নেতৃত্বে আই লিগ জয়ী টিমকে অনুষ্ঠানে হাজির থাকতে হবে ভিডিও কনফারেন্সে। ক্লাবের কর্মসমিতি ঠিক করেছে, ১৬ অক্টোবর থেকে ক্লাবের তাঁবু খুলে দেওয়া হবে।
إرسال تعليق
Thank You for your important feedback