মাত্র ৩৯ টাকায় গঙ্গাবক্ষে ‘হেরিটেজ ক্রুইজ’

 

ব্রিটিশ শাসনকালে ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা। শিক্ষা, শিল্প ও সংস্কৃতিতে এই শহরের ঐতিহ্য গোটা বিশ্বেই অনন্য। বিশেষ করে গঙ্গার পারে ঘাটগুলির ইতিহাসও চমকপ্রদ। এবার পর্যটনের প্রসার ঘটাতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। লক্ষ্য হল সাধারণ মানুষকে গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণের সুযোগ করে দেওয়া এবং গঙ্গার ঘাটগুলির ইতিহাস ও স্থাপত্য তুলে ধরা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম একটি লঞ্চকে সুন্দর করে সাজিয়ে তুলে সেটার সাহায্যেই রিভার ক্রুইজের ব্যবস্থা করেছে। লন্ডনে বেশ জনপ্রিয় রিভার ক্রুইজ, সিঙ্গাপুরে বোট রাইডও বেশ জনপ্রিয়। অনেকটা সেই আদলেই এবার কলকাতায় ‘হেরিটেজ ক্রুইজ’।

 খরচও সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। মাত্র ৩৯ টাকায় ৯০ মিনিট ভেসে বেড়ানো যাবে গঙ্গাবক্ষে। সেই সঙ্গে গাইডের কণ্ঠে জানা যাবে কলকাতার ঐতিহ্যশালী ঘাটগুলির অজানা তথ্য, ইতিহাস। প্রতিদিনই চলবে এই ‘হেরিটেজ ক্রুইজ রাইড’। তবে করোনা আবহে আপাতত কাজের দিনগুলিতে দুই শিফটে হবে রাইড। আর শনি ও রবিবার এবং ছুটির দিনগুলিতে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু'ঘণ্টা অন্তর ক্রুজ চালানো হবে। 


মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। উত্তরে বাগবাজার পর্যন্ত যাবে। এবং যাত্রাপথে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, জগন্নাথ স্টিমার, নিমতলা শ্মশান, বাগবাজার মায়ের ঘাট, হাওড়া স্টেশন, ঘুসুরির বিখ্যাত শ্যামমন্দির ঘাট এবং ম্যান ও ওয়ার জেটির ইতিহাস ও গল্প শোনানো হবে যাত্রীদের। সেইসঙ্গে এই লঞ্চে থাকছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। চা-স্ন্যাক্সের দোকান রয়েছে। তবে সেগুলি কিনে খেতে হবে। পরিবহণ নিগমের কর্তাদের আশা পুজোর মধ্যেই এই ‘হেরিটেজ ক্রুইজ রাইড’ জনপ্রিয় হবে। আর শেষ পাতে এটা বলাই যায় কলকাতার পর্যটন মানচিত্রে একটি নতুন দিগন্ত খুলে গেল এই গঙ্গাবক্ষে ভ্রমণের ব্যবস্থায়।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم