লকডাউনের জের? চাঁচলে শিয়ালের আক্রমণে আহত ৩০

 

করোনা আবহে দীর্ঘদিন লকডাউন জারি ছিল দেশে। বিশেষজ্ঞদের মতে এই লকডাউনে সবচেয়ে বেশি লাভ হয়েছে পশুপাখিদের। কোলাহল, ভিড়ভাট্টা না থাকায় তাঁরাও মনের আনন্দে বংশবৃদ্ধি করেছে। মালদার চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের লাহারিডার গ্রামে এভাবেই অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে শিয়াল। আর সেই শিয়ালের জ্বালাতনেই অতিষ্ঠ গ্রামবাসীরা। গত কয়েকদিনে শিয়ালের আক্রমণে প্রায় ৩০ জন গ্রামবাসী আহত হয়েছেন। এরমধ্যে ১০ জন মহিলাও রয়েছেন। বেশিরভাগই চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে বাধ্য হয়ে রাতপাহারা দিতে শুরু করেছে গ্রামের বাসিন্দারা। অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ির হাঁস-মুরগি তুলে নিয়ে চলে যাচ্ছে শিয়ালের দল। বাঁধা দিতে গেলেই দল বেঁধে আক্রমণ করছে তাঁরা। পাশাপাশি কাজ সেরে বাড়ি ফেরার পথেও শিয়ালের দলের হামলার শিকার হচ্ছেন অনেক গ্রামবাসী। পুরো বিষয়টি জানিয়ে স্থানীয় বনদফতর ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন লাহারিডার গ্রামের বাসিন্দারা।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم