শহরের রং সবুজ-মেরুন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আই লিগ ট্রফি হাতে পেলেন মোহনবাগান কর্তারা। রবিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে মোহনবাগান কর্তাদের হাতে আইলিগ ট্রফি তুলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। করোনাভাইরাস মহামারীর জন্য ট্রফি পেতে কিছুটা দেরি হলেও মোহনবাগান সমর্থকদের। তবুও তাঁদের আবেগে এতটুকুও ভাঁটা পড়েনি। রবিবার সেই বাঁধভাঙা আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল শহর কলকাতা। বিভিন্ন প্রান্তে সবুজ-মেরুন পতাকা এবং বিভিন্ন ধরণের ব্যানারে ছয়লাপ হয়ে গিয়েছে কলকাতা। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছেন সমর্থকরাও। এবার অন্য লক্ষ্য, মোহনবাগান এবার গাঁটছড়া বেঁধে হয়েছে এটিকে-মোহনবাগান। আই লিগ অতীত, এবারের লক্ষ্য আইএসএল ট্রফি ঘরে তোলা।
Updated Live Video Link -> https://t.co/nB5nxcRcmp #JoyMohunBagan #Champion5 https://t.co/3kOyUXJrkN
— Mohun Bagan (@Mohun_Bagan) October 18, 2020
إرسال تعليق
Thank You for your important feedback