আমানতকারীদের ৭,৫২০ কোটি ফেরত দেয়নি রোজভ্যালি

 

রোজভ্যালি সাড়ে ১০ হাজার কোটি টাকা আমানতকারীদের ফেরত দিয়েছে। সিবিআই এবং ইডি জানিয়েছে, মোট ১৭,৫২০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ওই টাকা ফেরত দিয়েছে ওই চিটফান্ড সংস্থা। পিটিআই জানাচ্ছে, ইডি তাদের ৪,৫০০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। তার মধ্য়ে ২০ কোটি টাকার গয়না ও রত্নও রয়েছে। ইডি টাকা পাচার নিয়ে দুটি অভিযোগও দায়ের করেছে। তার একটি রোজভ্যালির মালিক গৌতম কুন্ডু ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে। ৬ বছর আগে রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। নভেম্বরে দোষীদের বিরুদ্ধে চার্জগঠন করা হবে।

1 تعليقات

Thank You for your important feedback

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم