প্রতি ১০ এ ১ জনের করোনা হবেইঃ হু

 

যেদিন জানা যাচ্ছে ভারতে আক্রান্তের সংখ্যা কমছে, সেদিনই ভয়ঙ্কর সতর্কতা এবং আতঙ্কের খবর জানাল বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা WHO। তারা জানাচ্ছে যে আগামীতে প্রতি দশজনের মধ্যে একজনের করোনা হবেই। এটা আটকানো কঠিন, দরকার সতর্কতা। গোষ্ঠী সংক্রমণে স্প্যানিশ ফ্লুকে টেক্কা দেবে করোনা। সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানান, শহরের সঙ্গে গ্রামের সংক্রমণের সংখ্যা কম বেশি আছে কিন্তু এই হিসাব খাটবে না। একটি বিষয় নিশ্চিত, দুনিয়ার একটি বিরাট সংখ্যক মানুষ করোনা আক্রান্ত। কিন্তু তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এই সংখ্যাটা আরও বাড়বে। তিনি বলেন, ইউরোপ আমেরিকায় মৃত্যুর সংখ্যা যত বেশি ততটাই কম আফ্রিকায়|

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم