সমস্ত দলেই রয়েছে পরিবারতন্ত্রঃ নাড্ডা


বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শনিবার উত্তরাখণ্ডের নতুন পার্টি অফিস উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র নিয়ে তোপ দাগেন। তিনি বলেন, দেশে পরিবারতন্ত্র দিয়েই বিভিন্ন দল চালছে। আর আমরা দলটাকেই পরিবার বলে মনে করি। তিনি আরও বলেন, এখন সকলে নিজেদের পরিবার বাঁচাতেই ব্যস্ত। কেউ বাঁচাচ্ছেন ভাইকে, কেউ মাকে, কেউ পরিবারের অন্য কাউকে। নীতি আদর্শ সব জলাঞ্জলি। তবে বিজেপি এই পরিবারতন্ত্রে বিশ্বাসী নয় বলেও জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। সেখানে লালু-পুত্র তেজস্বী বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ। তা ছাড়াও সদ্য প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ তাঁর দল নিয়ে একাই লড়ে ভোট ভাগ করতে পারেন। এ কথা স্মরণ রেখেই নাড্ডা এই বক্তব্য রেখেছেন বলেই ধারণা রাজনৈতিক মহলের। পাশাপাশি পশ্চিমবঙ্গকেও একই বার্তা দিলেন বলে মনে করছে তাঁরা। স্বভাবতই নাড্ডার তির মুখ্যমন্ত্রীর ‘ভাইপো’ অভিষেকের দিকেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم