১১টি খুনের মামলা, আত্মহত্যার প্রচেষ্টার মামলা ও বলিউড অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন হত্যার প্রচেষ্টা মামলা-সহ একাধিক ঘটনায় যুক্ত থাকা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল থানে পুলিশ। অভিযুক্ত শার্পশুট্যার ৫২ বছর বয়সী সুনীল গায়কোয়াড বছর ২০ আগে রাকেশ রোশনকে খুনের পরিকল্পনা করেছিল। জেল থেকে প্যারোলে ছাডা় পেয়ে ৩ মাস ধরে ফেরার ছিল সে। শুক্রবার কালওয়া এলাকার পারসিক সার্কেল থেকে গ্রেফতার করা হয় সুনীল গায়কোয়াডকে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল সে। ২০০০সালে পরিচালক অভিনেতা রাকেশ রোশনকে মুম্বইয়ের সান্তাক্রুজ অফিসের বাইরে হামলাকারী ৬টি গুলি করে, যার মধ্যে দুটি গুলি রাকেশ রেশনের লেগেছিল। প্রাণে বেঁচে যান রাকেশ।
إرسال تعليق
Thank You for your important feedback