মণীশ খুনে ধৃত তৃণমূল নেতা, জোরালো হচ্ছে রাজনৈতিক যোগের তত্ত্ব

মণীশ শুক্লা হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক যোগ নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। তৃণমূলের চক্রান্তেই খুন হতে হয়েছে টিটাগড়-ব্যারাকপুর অঞ্চলের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লাকে, এমনটাই দাবি ছিল বিজেপির। এবার সেই তত্ত্বই জোরালো হচ্ছে। মঙ্গলবার রাতেই সিআইডি টিটাগড়ের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল। টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নাসির খানকে গ্রেফতার করেছে সিআইডি। এফআইআরেও নাম ছিল তাঁর। সূত্রের খবর, সেই ভাড়াটে খুনিদের সঙ্গে রফা করেছিল বলে জানতে পেরেছে সিআইডি।
সিআইডি সূত্রে জানা যাচ্ছে, মণীশ খুনের পিছনে নাসিরের ভূমিকা অনেক। সে খুনের সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিল। দুষ্কৃতীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিল সে। আর তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পরই প্রশ্ন উঠছে ব্যক্তিগত আক্রোশ তত্ত্ব নিয়ে। মণীশের বাবার দায়ের করা এফআইআরে টিটাগড়ের বিদায়ী চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান উত্তম দাসের নামও রয়েছে। সবমিলিয়ে ঘটনার মোড় অন্যদিকেই ঘুরছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।





Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم