দিল্লির মতো মুম্বইতে বাঙালির আড্ডা নেই, নেই বাঙালি মহল্লা। বাঙালিরা মুম্বইতে কিন্তু দুর্গাপুজো হয়। তবে মুম্বইয়ের পুজোর বিশেষ আকর্ষণ সেলেবদের পুজো। উত্তর মুম্বই এবং লোখান্ডওয়ালার দুটি পুজো ইদানিং খুব আকর্ষণীয় হয়েছিল। একটি শশধর মুখার্জিদের আদি পুজো, যা বর্তমানে অভিনেত্রী কাজলই করতেন। এই পুজোতে মুম্বই চলচিত্রের নামীদামি সেলিব্রেটিরা উপস্থিত থাকতেন। শুধু তাই নয়, আম জনতার প্রবেশ ও প্রসাদ গ্রহণের রেওয়াজ ছিল। কিন্তু এই বছর কাজলের স্বামী অজয় দেবগনের ভাই মারা যাওয়ার ফলে তাঁরা অংশগ্রহণ করবেন না। ছোট করে পুজো হবে। দ্বিতীয় পুজো গায়ক অভিজিতের লোখান্ডওয়ালা। বিশাল খরচ করে তিনি এই পুজো করতেন। থাকত গানবাজনা,খাওয় দাওয়ার ধুম। সেই পুজো এবার একেবারেই হবে না, জানালেন অভিজিৎ। বললেন, আসছে বছর বিশাল করে করব। কিন্তু এই ভয়ঙ্কর সময়ে পুজোটা বাদ রাখলাম। বাকি পুজোগুলোর অবস্থাও একইরকম।
إرسال تعليق
Thank You for your important feedback