পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণে মৃত ৭, জখম ৭০

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির এক মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণে মারা গিয়েছেন কমকরেও ৭ জন, আহত ৭০। পুলিশ জানিয়েছে, একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক রাখা ছিল ওই মাদ্রাসায়। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। হাসপাতালের ডিরেকটর জানিয়েছেন, মৃত ৭ জনের ৪ জন শিশু। ওই মাদ্রাসা প্রাপ্তবয়স্ক পড়ুয়াদের জন্য। সেইসময় অনেকেই সেখানে পড়াশোনা করছিল। এই বিস্ফোরণে পাঁচ কেজি উন্নতমানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কেউ ব্যাগে করে তা নিয়ে এসেছিল। রবিবার বালোচিস্তানে আরেকটি বিস্ফোরণে মারা গিয়েছেন ৩ জন। সেখানে শহরের অন্য অংশে বিরোধীদের একটি বিরাট সমাবেশের আগেই কড়া নিরাপত্তার মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। ২১ অক্টোবর করাচির গুলশন-ও-ইকবালে একটি চারতলা বাড়ি ধসিয়ে দেয়। তাতে মারা গিয়েছেন ৫ জন, জখম ২০ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم