সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই শিয়ালদা পৌঁছে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং মেশিন ‘উর্বী’। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে উর্বীর দূরত্ব এখন মাত্র ১৩০ মিটারের মতো। দৈনিক ১৫ মিটার করে এগোচ্ছে উর্বী। ফলে সেই হিসেবে ১০ অক্টোবর শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করবে টানেল বোরিং মেশিনটি। যদিও তাঁর কাজ শেষ হচ্ছে না এখনই। কারণ অপর সুরঙ্গে এখনও আটকে রয়েছে উর্বীর সহযোদ্ধা ‘চণ্ডী’। গত বছর ৩১ আগস্ট ঘটে যায় বউবাজার দূর্ঘটনা। মেট্রোর সুরঙ্গ খোঁড়ার সময় সেখানে নামে ভয়াবহ ধস। তার জেরে দীর্ঘদিনুআটকে থাকে কাজ। মাটির নীচে থমকে যায় চণ্ডীও। যদিও সেখান থেকে তাকে তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বানানো হচ্ছে একটি বিশাল বড় চৌবাচ্চা। তার জন্যে লোহার দেওয়ালও বানানো হচ্ছে। সেখান থেকেই খণ্ড খণ্ড করে টানেল বোরিং মেশিন চণ্ডীকে তুলে ফেলা হবে। আর এই দ্বিতীয় সুড়ঙ্গের বাকি অংশে শিয়ালদা থেকে কাজ শুরু করবে উর্বী।
শিয়ালদা থেকে ফের মুখ ঘুরিয়ে রওনা দেবে বউবাজারের দিকে। সেই কাজ শেষ হতে অবশ্য আগামী বছরের মাঝামাঝি হয়ে যাবে বলে মনে করছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। অপরদিকে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত লাইনপাতার কাজ প্রায় শেষ। এখন শিয়ালদা স্টেশনের নীচের অংশে চলছে লাইন পাতার কাজ। একইসঙ্গে টানেল বোরিং মেশিন ঢুকে পড়ছে শিয়ালদার দিকে। তাই টানেল বোরিং মেশিন উর্বী শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর আগে থেকেই শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিদ্যাপতি সেতু নিয়ে বিশেষ ব্যবস্থা নিল মেট্রো ও কলকাতা পুলিশ। আগামীকাল থেকে তিনদিন যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাপতি সেতুতে। অপরদিকে মাটির নীচেও সমস্ত ধরনের সতর্কতা নিয়ে রাখা হয়েছে যাতে বউবাজার কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
إرسال تعليق
Thank You for your important feedback