যা বেতন পান, তা দিয়ে সংসার চালাতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।তাই আগামী বসন্তেই তিনি পদত্যাগ করতে চান। তিনি এখন বেতন পান ১,৫০,৪০২ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ২৪২ টাকার কাছাকাছি। তাঁর দাবি, আগে তিনি ঢের বেশি রোজগার করতেন। ব্রিটিশ ট্যাবলেয়ড ডেলি মিররের খবর অনুযায়ী, আগে খবরের কাগজের কলামনিস্ট হিসেবে জনসন পেতেন মাসে ২৩ হাজার পাউন্ড। ব্রেক্সিটের ঝামেলা মিটলেই তিনি পদত্যাগ করতে পারেন বলেই খবর।বরিস জনসনের ৬ ছেলে, কয়েকটি বেশ ছোট। ডিভোর্স করার পর আগের স্ত্রী মারিনা হুইলারকেও অনেক টাকা দিতে হয়েছে। টোরি পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর টেলিগ্রাফ কাগজে লিখে তিনি বছরে ২,৭৫,০০০ পাউন্ড পেতেন। একমাসে তিনি দুটি ভাষণ দিয়ে পেয়েছেন ১,৬০,০০০ পাউন্ড। বরিস জনসনের জায়গায় ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। বরিসের তুনায় তাঁর জনপ্রিয়তা অনেক বেশি।
إرسال تعليق
Thank You for your important feedback