দর্শকদের জন্য ‘নো-এন্ট্রি’ থাকছেই, তবে কিছুটা শিথিল হল বিধিনিষেধ

দুর্গাপুজোর মণ্ডপে সাধারণ দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহালই রাখল কলকাতা হাইকোর্ট। তবে কিছুটা শিথিল করা হল কড়া বিধিনিষেধ। পঞ্চমীর দিন সকালেই গত সোমবারের রায়ে কিছুটা পরিবর্তন করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগের রায়ে হাইকোর্ট জানিয়েছিল মণ্ডপে প্রবেশ করতে পারবেন একসঙ্গে ১৫ থেকে ২৫ জন কর্মকর্তা বা উদ্যোক্তা। এবার নতুন রায়ে হাইকোর্ট জানিয়ে দিল, বড় মণ্ডপের ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন প্রবেশ করতে পারবেন। তবে ৬০ জনের তালিকা তৈরি করা যাবে। আগে এই সংখ্যাটা ছিল ২৫ জন। আবার ৩০০ বর্গমিটারের ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপে একসঙ্গে ১০ জন প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে ১৫ জনের তালিকা তৈরি করা যাবে।


 তবে এই তালিকায় নামগুলি নিয়মিত পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সমস্ত করোনাবিধি মেনে এবার ঢাকিদের মণ্ডপে প্রবেশাধিকার দিল হাইকোর্ট। বুধবারের রায়ে হাইকোর্ট জানিয়েছে, আগের নিষেধাজ্ঞা মতোই প্রতিনি মণ্ডপ কনটেনমেন্ট জোন থাকবে, সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপে প্রবেশ নিষেধই থআকছে। বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার ও ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার দূরে ব্যারিকেড তৈরি করতে হবে। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে এবারের দর্শকশূন্য পুজো করতে বলেছিল। এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। এই রিভিউ পিটিশনের শুনানিতে আগের রায়ে কিছুটা শিথিল করল হাইকোর্ট।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم