করোনা অতিমারীর মধ্যে দুর্গাপুজোর আয়োজন করা নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট মহল। এরমধ্যেই এবারের দুর্গাপুজো বন্ধ রাখা হোক বা পিছিয়ে দেওয়া হোক, এই আবদন করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর বক্তব্য, কেরলের ওনাম উৎসবের পর ওই রাজ্যে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফলে দুর্গাপুজোতেও এই আশঙ্কা করা যায়। মামলাটি গ্রহণ করেছে হাইকোর্ট, বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই করোনার সুরক্ষাবিধি মেনে রাজ্যে দুর্গাপুজোয় অনুমতি দিয়েছে রাজ্য সরকার।কিন্তু সংশ্লিষ্ট মহলের আশঙ্কা দুর্গাপুজোর ভিড় সুপার স্প্রেডার হতে পারে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর নামে উৎসব বন্ধ রাখার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলার আবেদনে তিনি উল্লেখ করছেন, কেরলের ওনাম উৎসবের কথা। উল্লেখ করেছেন মহারাষ্ট্র সরকারের গণেশ পুজো ও মহরম নিষিদ্ধ করার কথাও। তাঁর আবেদন, এই উদাহরণগুলির কথা মাথায় রেখেই বাংলায় দুর্গাপুজোর উৎসব বন্ধ রাখার নির্দেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার করোনা আবহে দুর্গাপুজোর অনুমতি দিলেও বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছেন। মেলা বা জলসাতে নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি বিসর্জনের পুজো কার্নিভ্যালও স্থগিত রেখেছেন এবছর।
إرسال تعليق
Thank You for your important feedback