বিড়ালের ছবির বয়স ২ হাজার বছর

 ন্যাড়া পাহাড়ের গায়ে আঁকা বিড়ালের বিশাল খোদাই করা ছবি। ছবির বয়স দুহাজার বছর। দক্ষিণ পেরুতে আবিষ্কৃত হয়েছে ছবিটা। রাজধানী লিমার আড়াইশো মাইল দূরে নাজকা লাইনে ৩৭ মিটার বা ১২১ ফুটের এই খোদাই ছবি অবাক করেছে সবাইকে।
গত শতাব্দীজুড়েই পেরুর পাম্পাস ডি জুমানায় পাহাড়ের গায়ে এমন বহু ছবি আবিষ্কৃত হয়েছে। হামিংবার্ড, বাঁদর, পেলিকানের এমনই ছবি মিলেছে এখানে। বহু পর্যটক আসেন এখানে। পাহাডের ওই অংশে সংস্কারের কাজ করতে গিয়ে বেরিয়ে আসে বিড়ালের ছবি। প্রাকৃতিক ক্ষয়ের জন্য সেই ছবি অস্পষ্ট হয়ে এসেছে। এতদিন নজরে পড়েনি সেটি।
ছবির লাইনগুলি ১২ থেকে ১৬ সেন্টিমিটার চওড়া। অঙ্কনশৈলি দেখে মনে হয়েছে, তা ২০০ থেকে ১০০ খ্রিস্টপূর্বের প্যারাকাস যুগের। কাপড়, পাত্রে সেযুগের নানা শিল্পকীর্তিতে বিড়ালের ছবি পাওয়া যায়। মানুষের ছবি খুবই কম মিলেছে। এই অঞ্ল ইউনেস্কোর হেরিটেজ বলে ঘোষিত। গতবছরই এখানে আবিষ্কার হয়েছে ১৪০টি খোদাই ছবি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم