মোরেটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া হবে না: কেন্দ্র

লকডাউনের সময় দেশের মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক ইএমআই রদ (মোরেটোরিয়াম) রাখার সুযোগ দিয়েছিল। ইচ্ছুক নাগরিক তাঁদের নেওয়া ঋণের ইএমআই ৬ মাসের জন্য স্থগিত রাখতে পারবেন বলা হয়েছিল। মার্চ মাসের ২৭ তারিখ এই সিদ্ধান্ত ঘোষণা করেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস। কিন্তু পরবর্তী সময় জানানো হয় ইএমআইয়ের সুদের ওপর সুদ (কম্পাউন্ড ইন্টারেস্ট) নেওয়া হবে। এই নিয়েই তৈরি হয় বিতর্ক। ঋণের কিস্তি স্থগিত করা সংক্রান্ত একটি মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। এই মামলার শুনানিতেই শীর্ষ আদালত কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে বলে।

পাশাপাশি লকডাউন আবহে ঋণের মোরেটোরিয়ামে সুদের উপর সুদ নেওয়া হবে কেন? তা নিয়ে কেন্দ্র এবং ব্যাংকগুলিকে পালটা প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। অবশেষে কেন্দ্রীয় সরকার কম্পাউন্ড ইন্টারেস্ট নেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল। শনিবার শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে কেন্দ্র জানিয়ে দিল, ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই অতিরিক্ত সুদের খরচ বহন করবে কেন্দ্র। অর্থাৎ মোরাটরিয়াম পর্বে ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের উপর অতিরিক্ত কোনও সুদ গুণতে হবে না গ্রহীতাদের। হলফনামায় কেন্দ্র বলেছে যে ছোটো ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর যে ট্র্যাডিশন, সেটা বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা লকডাউনের জেরে অসুবিধায় পড়েছিলেন তাদের সমস্যা লাঘব করার জন্যেই এই সিদ্ধান্ত।

কারা কারা এই সিদ্ধান্তে উপকৃত হবেন? যারা পার্সোনাল লোন বা বাড়ি, গাড়ি, শিক্ষা ইত্যাদি সম্পর্কিত ঋণ নিয়েছিলেন। ক্রেডিট কার্ডের ইএমআই যারা দিতে পারছিলেন না। ব্যাবসার স্বার্থে ঋণ নিয়েছিলেন যে ক্ষুদ্র ও ছোটো ব্যবসায়ীরা। এমনকী যাদের অনেক টাকা বকেয়া ছিল ও ধাপে ধাপে মেটাচ্ছিলেন, তারাও এই সুবিধা পাবেন। উল্লেখ্য, অগস্টের শেষ পর্যন্ত বাড়ানো হয় মোরেটোরিয়ামের মেয়াদকাল।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم