এবার করোনায় আক্রান্ত হলেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সোমবার তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে গিয়েছেন। টুইটে জয়রাম নিজেই জানিয়েছেন, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর তিনি বাড়িতেই ছিলেন। গত ২ দিন করোনার লক্ষণ দেখা দেওয়ায় সোমবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। তার ফল হয়েছে পজিটিভ। নিজের সরকারি বাসভবনেই তিনি আইসোলেশনে রয়েছেন। এর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁরা সেরে উঠেছেন। উল্লেখ্য, ১১ অক্টোবর পর্যন্ত হিমাচলপ্রদেশে ২,৬৮৭টি অ্যাক্টিভ কেস ধরা পড়েছে। মারা গিয়েছেন ২৫০ জন।
إرسال تعليق
Thank You for your important feedback