একটানা সাতমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকেই দেশের বেশিরভাগ রাজ্যেই খুলে যাচ্ছে সিনেমা হল। নিয়ন্ত্রিত জমায়েত নিয়ে খুলছে ধর্মীয় স্থানও। কয়েকটি রাজ্যে খুলছে স্কুলও। সিনেমা হল, মাল্টিপ্লেক্স খুলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি , হরিয়ানার মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। তবে হলে ঢুকতে পারবেন মাত্রই ৫০ শতাংশ। হলের ভিতরেও রাখতে হবে শারীরিক দূরত্ব। একামাত্র শরীরে কোনও করোনার লক্ষণ নেই, এমন দর্শকদের থাকছে প্রবেশাধিকার। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। প্রতিটি শোয়ের পর পর্দা পরিষ্কার করতে হবে। কয়েকটি রাজ্যে স্কুল খুললেও অভিভাবকদের লিখিত সম্মতি নিয়েই আসতে হবে পড়ুয়াদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী, সায়েন্স ও টেকনোলজিতে পিএইচডি এবং স্নাতকোত্তর ছাত্রদেরই আসতে দেওয়া হবে ল্যাবরোটরিতে। পাঞ্জাবে বৃহস্পতিবার থেকে কেবল ৯ থেকে ১২ ক্লাসের পড়ুয়াদের ক্লাস চালু হচ্ছে। এরবারে ২০ জনের বেশি ছাত্রছাত্রী থাকতে পারবে ক্লাসঘরে। কনটেনমেন্ট জোনের বাইরে ১০০ লোককে নিয়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যেতে পারে।
إرسال تعليق
Thank You for your important feedback