চিত্তরঞ্জন তৈরি করল উচ্চ গতির এরোডায়নামিক ‘তেজস’ ইঞ্জিন

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আরেক সাফল্য। দেশের প্রিমিয়াম ট্রেনের জন্য তৈরি করে ফেলল অত্যাধুনিক এক রেল ইঞ্জিন। যা রেলের যাত্রীবাহী ট্রেন পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশা করছেন কারখানা কর্তৃপক্ষ। ৬০০০ অশ্বশক্তির এই শক্তিশালী রেল ইঞ্জিন ছুঁটতে পারবে ২০০ কিমি প্রতি ঘন্টা। দেখতে অনেকটা বুলেট ট্রেনের ইঞ্জিনের মতো। এরোডায়নামিক ডিজাইনের এই ইঞ্জিন তেজস এক্সপ্রেসের জন্যই তৈরি করা হয়েছে। এরসঙ্গে সমঞ্জস্য রেখে ইঞ্জিনটির নামও রাখা হয়েছে ‘তেজস’। যা ১৬০ কিমি গতিবেগে তেজস এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনকে নিয়ে ছুঁটবে। রেলমন্ত্রীর কথায়, যাত্রীবাহী ট্রেনের জন্য এই রেল ইঞ্জিন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মাইলস্টোন।
ইঞ্জিনটি তৈরি করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW)। WAP-5 সিরিজের এই ইঞ্জিন অনেকগুলি দিক থেকেই আলাদা। ইঞ্জিনের ডিজাইন অনেকটাই এরোডায়নামিক, যা আগের WAP-5 ইঞ্জিনের থেকেও বেশি। এই ইঞ্জিনের সবচেয়ে ভালো দিক হল ইঞ্জিন থেকেই সরাসরি কামরাগুলিতে বিদ্যুৎ সরাবরাহ করা সম্ভব। আলাদা করে জেনারেটর ভ্যান যুক্ত করতে হবে না। ফলে ডিজেলের বাড়তি খরচ বাঁচাতে পারবে রেল। পাশাপাশি সেই জায়গায় বাড়তি দুটি কামরাও জুড়তে পারবে রেল, তাতে আয়ও বাড়বে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ইতিমধ্যেই দুটি এরোডায়নামিক ডিজাইনের WAP-5 ইঞ্জিন তৈরি করেছে। যেগুলি শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রেল বোর্ডের হাতে তুলে দেওয়া হল। ইঞ্জিন দুটি উত্তর রেলের গাজিয়াবাদ শেডের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم