শিখের পাগড়ি খোলা নিয়ে বিতর্ক চরমে

 

 বিজেপির নবান্ন অভিযানের সময় এক শিখের পাগড়ি খোলা নিয়ে বিতর্ক চরমে। ওইদিনের একটি ভিডিওতে দেখা গিয়েছে, বলবিন্দর সিং নামে এক সশস্ত্র শিখ দেহরক্ষীর মাথার পাগড়ি খোলা। অভিযোগ উঠেছে, পুলিশ জোর করে তাঁর মাখা থেকে পাগড়ি খুলে নিয়েছে। এর প্রতিবাদ জানান ক্রিকেটার হরভজন সিং। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন রাজ্য সরকারকে। সোচ্চার হয়েছেন শিরোমনি আকালি দলের সুখবীর সিং বাদলও। তিনি বলেছেন, নিরাপত্তা কর্মী বলবিন্দর সিংহের উপরে হামলা করেছে, পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে তাঁর পাগড়িকে অপমান করেছে তার তীব্র নিন্দা করছি। এই অপমান সারা বিশ্বের শিখ সম্প্রদায়কে ক্ষিপ্ত করেছে। নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। অন্যদিকে, রাজ্য পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ধস্তাধস্তিতে পাগড়ি নিজে থেকেই খুলে গিয়েছিল। পুলিশ খোলেনি। পুলিশ কারও ধর্মীয় আবেগে আঘাত করে না। উল্লেখ্য বলবিন্দর সিংয়ের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছিল পুলিশ। পুলিশের খবর, বলবিন্দর নিজেকে বিজেপি যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াঙ্গু পাণ্ডের দেহরক্ষী বলে পরিচয় দিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم