কমছে করোনার অ্যাক্টিভ কেস, দেশে বাড়ছে সুস্থতার হারও

গত ২ মাসে প্রথম দেশে করোনার অ্যাক্টিভ কেস নামল ৭ লাখের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনায় আাক্রান্ত হয়েছেন ৫৩,৩৭০ জন। মোট সংক্রমিত এখন ৭৮,১৪,৬৮২। অ্যাক্টিভ কেস মোট ৬,৮০,৬৮০। ২৪ ঘ্টায় মারা গিয়েছেন ৬৫০ জন। মোট মৃত ১,১৭,৯৫৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ধারাবাহিক কমায় খানিকটা স্বস্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিহারে অ্যাক্টিভ কেস ২০ হাজারেরও কম। বিহার ছাড়াও ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজারের কম।তবে সংক্রমণ অব্যাহত মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, পশ্চিমবঙ্গ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওডিশায়। এই রাজ্যগুলি থেকে রোজই সংক্রমণ বৃদ্ধির খবর আসছে। সুস্থ হওয়ার হারে এগিয়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই রাজ্যগুলিতেই সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ৮১ শতাংশ রয়েছেন। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم