ভারতে করোনার টিকা প্রথমে পাবেন ৩০ কোটি

 

 বিশ্বের নানা দেশে চলছে করোনার টিকা পরীক্ষা। তার পাশাপাশি ভারতে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ৩০ কোটি টিকা দেওয়ার অগ্রাধিকারের তালিকা তৈরির কাজ। প্রথম তালিকায় থাকবেন যাঁদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাঁদের মধ্যে রয়েছেন চিকিত্‍সক. স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাইকর্মী, প্রবীণ নাগরিক এবং যাঁদের কো-মরবিডিটি রয়েছে। তাঁদের দেওয়া হবে প্রথম দফার ৬০ কোটি ভ্যাকসিন ডোজ। প্রথমে দেওয়া হবে বুস্টার ডোজ। প্রাপকদের মধ্যে রয়েছেন ৫০ থেকে ৭০ লাখ চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মী, ২ কোটির বেশি পুলিশ, পুরকর্মী, সশস্ত্রবাহিনী, ৫০ বছর বা তার বেশি বয়সী প্রায় ২৬ কোটি মানুষ এবং তার কমবয়সী কো-মরবিডিটি রয়েছে এমন মানুষ। এখন দেশে তিনটি টিকার পরীক্ষা চলছে। অক্সফোর্ডের টিকা এখন পরীক্ষার তৃতীয় পর্যায়ে। ভারতে অন্তত সাতটি আলাদা গবেষণা চলছে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস,জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক, মাইনভ্যাক্স অ্যান্ড বায়োলজিক্যাল-ই-র মতো সংস্থা এই উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর মধ্যে তৃতীয় দফার পরীক্ষার তথ্য তাদের হাতে এসে যাবে।ভারতের লক্ষ্য প্রথম দফার ভ্যাকসিনেশনে দেশের মোট জনসংখ্যার ২৩ শতাংশকে টিকা দেওয়া।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم