২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হলেন ৬৩,৫০৯ জন। মারা গিয়েছেন ৭৩০ জন। সবমিলিয়ে বুধবার আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২,৩৯,৩৯০ জন। মোট মৃত ১,১০,৫৮৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দৈনিক সংক্রমণ কমছে। কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। তা এখন ৮,২৬,৮৭৬। সুস্থ হয়েছেন ৬৩,০১,৯২৮ জন। এখনও সংক্রমণের শীর্ষ মহারাষ্ট্রই। সেরাজ্যে মারা গিয়েছেন ৪০,৭০১ জন। কর্নাটকে অ্যাক্টিভ কেস ১,১৩,৪৭৮, অন্ধ্রে ৪২,৮৫৫, তামিলনাডুতে ৪৩,২৩৯, দিল্লিতে ২১,৪৯০। অন্যদিকে, করোনা থেকে সেরে উঠেও ফের আক্রান্ত হয়েছেন তিন জন। তাঁদের দুজন মুম্বই এবং একজন আমেদাবাদের। ঠিক হয়েছে, ফের সংক্রমণ হলে ১০০ দিনের কাটঅফ করা হবে। ধরে নেওয়া হবে ,অ্যান্টিবডির ও আয়ু চারমাস।
إرسال تعليق
Thank You for your important feedback