দেশে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা

বিগত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমিতের সংখ্যা আগের তুলনায় অনেকটা কম হচ্ছে। যা ৫০ হাজারের গণ্ডিতেই ঘোরাফেরা করছে। দৈনিক মৃত্যুর হারও অনেকটা কম। ফলে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণের হার গত চারদিন ৫ শতাংশ কমেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৬৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জন। তবে সক্রিয় করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমে এখন সাত লাখের নীচে পৌঁছে গেল।

বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। যা স্বস্তির নিশ্বাস ফেলতে সাহায্য করছে স্বাস্থ্যকর্তাদের। তবে দৈনিক সংক্রমণে এখনও বিশ্বে দ্বিতীয় স্থানেই রয়েছে আমেরিকার পড়ে। দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার প্রথম থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৬৯ লক্ষ ৪৮ হাজার ৪৯৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ইউরোপ-আমেরিকার দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুহারও অনেক কম। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৬৯০ জন মারা গিয়েছেন। এ নিয়ে ১ লক্ষ ১৭ হাজার ৩০৬ জনের প্রাণ কেড়েছে করোনা। তার মধ্যে ৪২ হাজার ৮৩১ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم