বছর শেষেই করোনার টিকা, আশ্বাস দিল WHO

 

বছরের শেষেই করোনার টিকা আসছে। আশ্বাসবাণী শুনিয়েছেন বিশ্ব স্বসাথ্যসংস্থা হু-র (WHO) ডিরেক্টর জেনারেল তেদ্রোস ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, টাকা আসার ব্যাপারে তিনি আশাবাদী। টিকা যাতে সকলের কাছে সমানভাবে পৌঁছয় সেদিক নজর দিতেও বলেছেন তিনি। এব্যাপারে সব রাষ্ট্রনেতাকেই একমত হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। নয়টি টিকার পরীক্ষা চলছে। আসছে আরও নানা ওষুধপত্র। এক সমবন্টনের দিকেই লক্ষ্য রাখতে হবে। মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস মঙ্গলবার বলেছেন, টিকা এলে এবং তা সমানভাবে বন্টন হলে আগামী বছরের শেষে ধনী দেশগুলির জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে যাবে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ফাইজার-বায়োটেক এবং অ্যাস্ট্রা জেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাই পরীক্ষার দৌড়ে সবথেকে এগিয়ে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم