মাদককাণ্ডে তলব বিবেক ওবেরয়ের স্ত্রীকে

 

মাদক কাণ্ডে এবার বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়কে সমন পাঠাল বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কর্নাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদকের কারবারের সূত্রেই এই তলব। প্রিয়াঙ্কার ভাই আদিত্য আলভার ব্যাপারে খোঁজখবর নিতে চাইছেন গোয়েন্দারা। বৃহস্পতিবারই আদিত্যের খোঁজে বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আদিত্য কর্নাটকের প্রয়াত মন্ত্রী জীভরাজ আলভার ছেলে এবং বিবেকের শ্যালক। কানাড়া ফিল্মজগতে মাদকের কারবার নিয়ে তদন্ত শুরু হতেই আদিত্য পলাতক। তাঁর সঙ্গে মাদক ব্যবসায়ী ও পার্টির আয়োজকদের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। কোর্টের আদেশ নিয়ে আদিত্যকে খুঁজতেই বিবেকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم