রোনাল্ডোর দ্বিতীয় করোনার পরীক্ষার রিপোর্টও পজিটিভ, অনিশ্চিত বার্সেলোনা ম্যাচে

বিশ্বের তামাম ফুটবলপ্রেমীরা আশায় বসেছিলেন মেসি-রোনাল্ডো দ্বৈরথ টিভির পর্দায় বসে দেখবেন। করোনা আবহে মানুষের জীবনে আনন্দের মূহুর্ত ক্রমশ কমে আসছে। তবুও ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তীর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কিন্তু সে গুড়ে বালি। আগেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তাঁর দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এল। ফলে চিন্তায় রোনাল্ডো ফ্যানরা। রোনাল্ডোকে নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁর ক্লাব জুভেন্টাসে এবং দেশ পর্তুগালে।

আগামী সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের খেলা মেসির বার্সেলোনার বিরুদ্ধে। আর ওই ম্যাচেই কিনা অনিশ্চিত দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার রোনাল্ডো। উল্লেখ্য গত ১৩ অক্টোবর রোনাল্ডো প্রথমবার করোনা আক্রান্ত হন। তখন তিনি পর্তুগালের হয়ে খেলছিলেন উয়েফা নেশন্স লিগে। যদিও তাঁর দেহে কোনও উপসর্গ ছিল না। ম্যাচের আগে নিয়মমাফিক করোনা পরীক্ষাতে রিপোর্ট পজিটিভ হয় তাঁর। এরপর থেকে কোয়ারেন্টাইনে আছেন রোনাল্ডো। দশদিন পর ফের হয় করোনা পরীক্ষা। আর তাতেও রিপোর্ট পজিটিভ আসলো। ফলে এখনও আইসোলেশনে থাকতে হবে সিআর-সেভেনকে। ফলে রোনাল্ডো ভক্তদের আশঙ্কা আদৌ কী তাঁকে পাওয়া যাবে বার্সেলোনা ম্যাচে? উত্তর পাওয়া যাবে আগামী সপ্তাহেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم