খেলায় হারজিত থাকে, খেলোয়াড়দের খেলার উত্থান পতন থাকেই। কিন্তু তাই বলে জঘন্যতম হুমকি? এই ঘটনায় ঘটলো শুক্রবারে। IPL এ খারাপ ফর্ম এবং CSK র ক্রমাগত পরাজয়ে ক্ষিপ্ত হয়ে কোনো ব্যক্তি ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে হুমকি দিলো ধর্ষণের তাও ধোনির ৫ বছরের কন্যা জিভাকে। ওই ব্যক্তি লিখছে " তেরা বেটী জিভা কো রেপ করু"।
এই ঘটনাটাতে ধোনি বা তাঁর স্ত্রী সাক্ষী কোনো প্রতিক্রিয়া দেননি। পাশাপাশি পুলিশ বা সাইবার অপরাধের প্রশাসকও নড়েচড়ে বসে নি।IPL নিয়ে এর আগে জুয়াড়ি ধারা পড়েছে এবার এই ঘটনা যা কখনোই ভারতীয় ক্রীড়া জগতে হয়ে নি।
إرسال تعليق
Thank You for your important feedback