বহুদিন ঘরের বাইরে পা রাখেনি বাঙালি। করোনা আবহে চলতি বছরে পুজোর ভ্রমণ বাতিল হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু সুযোগ পেলেই বাঙালি ঘুরতে চলে যায় পাহাড়-সমুদ্রে। এবার ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে এবার চালু হচ্ছে উৎসব স্পেশাল ট্রেন। যারমধ্যে বাঙালির অতি সাধের পুরী ও দিঘার ট্রেনও রয়েছে। যা আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। রাজ্যের একমাত্র সৈকত শহর দিঘায় পর্যটক সমাগম বাড়ছে। কিন্তু অনেকেই ইচ্ছে থাকলেও যেতে পাড়ছিলেন না। কারণ গণপরিবহণের অন্যতম মাধ্যম ট্রেন বন্ধ। সড়কপথে অনেকেই যেতে পছন্দ করেন না। এবার হাওড়া থেকে প্রতিদিন ছাড়বে দিঘা ও পুরীর ট্রেন। ফলে বাঙালিদের কাছে সাগরের মজা নেওয়ার সুযোগ এসে গেল হাতে গরম। তবে শুধু দিঘা-পুরী নয়, যারা উত্তরবঙ্গে যেতে চান তাঁদের জন্যও একজোড়া ট্রেন দিয়েছে রেল। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ আলিপুরদুয়ারের মধ্যে প্রতিদিন চলাচল করবে একজোড়া ট্রেন। রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেকেরই বক্তব্য, করোনার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন ব্যবসা। এবার ট্রেন চালু হলে অনেক বেশি পর্যটক আসতে পারবেন পর্যটন কেন্দ্রগুলিতে। ফলে ভিড়ও বাড়বে। যদিও স্থানীয় প্রশাসনের কাছে এই ভিড় নিয়ন্ত্রনও একটা চিন্তার কারণ। রাজ্যের অন্যতম সৈকত শহর দিঘা ও আশেপাশের মন্দারমনি, তাজপুরের সমুদ্রসৈকত ইতিমধ্যেই সেজে উঠেছে পর্যটকদের স্বাগত জানাতে।
إرسال تعليق
Thank You for your important feedback