করোনায় আক্রান্ত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প

 

শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মাঝেই বড় ধাক্কা খেতে হচ্ছে তাঁকে। প্রশাসনের তরফে বলা হয়েছে, ট্রাম্প ও তাঁর স্ত্রী এখন ভালোই আছেন। তাঁরা হোয়াইট হাউসেই কোয়ারেন্টাইনে। তিনি এরমধ্যেই তাঁর কজা চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!

রাম্পের এক শীর্ষ পরামর্শদাতা হোপ হিকস করোনা পজিটিভ হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে। হিকস ট্রাম্পের বিমানে যাতায়াত করেন। বৃহস্পতিবারও তিনি প্রেসিডেন্টের সঙ্গে ওহাইও গিয়েছিলেন। বুধবার গিয়েছিলেন মিনেসোটায়। ট্রাম্পের সহকারীরা প্রায় কেউই মাস্ক ব্যবহার করেন না। যদিও এটিই প্রথম নয় এর আগেই ভাইরাস থাবা বসিয়েছে হোয়াইট হাউসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সেক্রেটারি কেটি মিলার করোনা আক্রান্ত হন। তারপর ট্রাম্পের ব্যক্তিগত গাড়ি দেখাশোনার কর্মীরও করোনা পজিটিভ হওয়ার খবর মেলে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم