করোনা নিয়ে ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক, টুইটার

 

করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তাঁর পোস্ট সরিয়ে দিয়েছে ফেসবুক এবং টুইটার। টুইটার জানিয়েছে, এমন মহামারী পরিস্থিতিতে লোকের কাছে সঠিক তথ্য পৌঁছচ্ছে কি না, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই কোনওরকমের ভুল তথ্য চোখে পড়লেই সরিয়ে দেওয়া হচ্ছে। নিজে করোনায় আক্রান্ত হয়েচিলেন ট্রাম্প। তারপরও মঙ্গলবার সোশাল মিডিয়ায় করোনাকে সাধারণ ফ্লুয়ের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই বিস্বজুড়ে সামলোচনা শুরু হয়েছে। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুই সংস্থা। ট্রাম্পের পোস্টটি প্রায় ২৬ হাজার বার শেয়ার হয়েছে। এতদিন রাজনীতিকদের ক্ষেত্রে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিংয়ের প্রথা ছিল না ফেসবুকে। তাই রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ করে বিরল নজির গড়ল তারা। এর আগে আগস্টে ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিও সরিয়ে দিয়েছিল ফেসবুক। তাতে ট্রাম্প বলেছিলেন, শিশুদের করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। মঙ্গলবার করোনা নিয়ে ট্রাম্পের আরও একটি টুইট সরিয়ে দিয়েছিল টুইটার। সেইসঙ্গে ট্রাম্পকে সতর্কও করা হয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم