করোনা আবহেই এবারের দুর্গাপুজো হচ্ছে। পুজোতে ছাড় মিললেও ভিড় নিয়ে চিন্তায় প্রশাসন। চিকিৎসকমহল থেকে শুরু করে প্রশানের কর্তাব্যক্তিরা আশঙ্কায় রয়েছেন পুজোর পরই সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পুজো কমিটিগুলিকে পুলিশ-প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রনের ব্যবস্থা করতে হবে তাঁদেরই। ফলে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’ ভিড় নিয়ন্ত্রনে এক অভিনব উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। মেট্রোরেলের মতো এবার পুজো দর্শণের জন্য ই-পাস চালু করতে চায় সংগঠন। তাতে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে প্যান্ডেল দর্শনের জন্য। ফলে ঘড়ি ধরে ঠাকুর দেখা যাবে, আর ভিড়ও নিয়ন্ত্রিনে থাকবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। জানা যাচ্ছে, এই ই-পাসে নির্দিষ্ট সময় থাকবে পুজো প্যান্ডেলে ঢোকার জন্য। ২৪ ঘন্টা সময়কে দুঘন্টা করে ভাগ করে ১২টি টাইম স্লটে ভাগ করা হতে পারে। এই টাইম স্লটের মধ্যেই পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে, সময় বেরিয়ে গেলে ওই পাস বাতিল হয়ে যাবে। পাসে থাকবে কিউআর কোড (QR Code) রাখার চিন্তাভাবনা চলছে, যেটা স্ক্যান করেই মণ্ডপে প্রবেশ করতে হবে। কয়েকদিনের মধ্যেই এই ই-পাসের জন্য ওয়েব পোর্টাল আনা হবে বলে জানিয়েছেন ফোরাম ফর দুর্গোৎসবের কর্মকর্তারা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বাছাই করা ৪১টি পুজো এই ই-পাসের আওতায় থাকবে বলে আপাতত ঠিক হয়েছে। ফলে নিউ নর্মালে পুজো দর্শনও এবার হতে চলেছে হাই-টেক। উদ্যোক্তাদের কথায়, এই ব্যবস্থায় আগাম জানা যাবে পরবর্তী দুঘন্টায় কতজন দর্শনার্থী প্রতিমা ও মণ্ডপ দর্শন করবেন। ফলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
إرسال تعليق
Thank You for your important feedback