মেঘ কেটেছে, অঞ্জলি দূর থেকেই

 

নিম্নচাপের মেঘ কেটে গিয়ে ঝলমলে শারদ রোদ্দুর। মাইকে পুরোহিতের মন্ত্রাচ্চারণ। তারই মধ্যে বাড়ি থেকে, প্যান্ডেলেও বহু দূর থেকে সারতে হয়েছে মহাষ্টমীর অঞ্জলি। মণ্ডপে প্রবেশ নিষেধ। বিধি অনুযায়ী অনেক দূর থেকেই শারীরিক দূরত্ব মেনে দুর্গাকে অঞ্জলি দিতে হল এবারের ব্যতিক্রমী পুজোয়।ফুল আনতে হয়েছে বাড়ি থেকে, তা আবার ফেরত নিয়ে যেতে হয়েছে তাদের। পুরোহিত থেকে দর্শনার্থী, সবার মুখেই আঁটোসাঁটো মাস্ক। সপ্তমীর রাতেও প্যান্ডেল ছিল ফাঁকা। বাইরে ইতস্তত ভিড়। কোথাও তা জমাট বাঁধা নয়। একেবারে অচেনা সপ্তমীর রাত দেখেছে শহর। জেলাগুলিতেও একই চিত্র। নিজের, পরিবারের জন্য নানাবিধ প্রার্থনার সঙ্গেই এবারের পুজোয় ভক্তদের মনে বাড়তি ছিল করোনামুক্তির প্রার্থনা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم