মধ্যপ্রদেশে ফের ভোট প্রচার শুরু

 ২৮টি আসন কিন্তু সম্মানের লড়াই মধ্যপ্রদেশে। কংগ্রেসশাসিত মধ্যপ্রদেশে ২৮টি আসন খালি হওয়ায় ফের উপনির্বাচন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে একঝাঁক বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সরকার পড়ে যায় এবং ক্ষমতায় আসে শিবরাজ সিং চৌহানের বিজেপি। কিন্তু দলবিরোধী আইনে পরে বিধায়কদের পদ বাতিল হয়। এই আসনগুলিতেই উপনির্বাচন। ২৮ আসন মানে মিনি বিধানসভা নির্বাচন। ৭ নভেম্বর নির্বাচনকে কেন্দ্র করে দুটি দলই প্রচার শুরু করে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা আনে। ওই রায়কে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। ফলে ফের নির্বাচনী প্রচারে যেতে পারবে দুটি দলই। এই নির্বাচন চ্যালেঞ্জের বিজেপি ও কংগ্রেসের কাছে। বিজেপি চাইবে ক্ষমতায় থাকতে এবং কংগ্রেস চাইবে রাজ্যের ক্ষমতা পুনরুদ্ধার করতে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم