করোনা আবহে বনেদি বাড়ির পুজো কি হচ্ছে? অনেকের মনের সংশয়, কিন্তু বেশিরভাগ বনেদি বাড়ির পুজো হচ্ছে তা তাঁরাই জানাচ্ছেন। কলকাতার প্রসিদ্ধ শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায়চৌধুরী, মিত্তির বাড়ি, মল্লিকবাড়ি, পান্ডেবাড়ি ইত্যাদি বনেদি পুজো হবে। এখন প্রশ্ন, সেখানে কি আমজনতা প্রবেশ করতে পারবে নাকি প্রবেশ নিষেধ? মল্লিকবাড়িতে প্রবেশ করা যাবে না। রঞ্জিত মল্লিকের পরিবারেই অনেকে করোনা আক্রান্ত হয়েছিলেন। কাজেই ভবানীপুরের বাড়ি এবার শুধু পরিবারের জন্যই। এখনও প্রবেশ নিষিদ্ধ নয় শোভাবাজার কিংবা পান্ডেবাড়িতে। শোভাবাজারের পুজো ঠিক দেবদের বাড়িতে হয় না। অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের পরিবার পান্ডেবাড়ি, যাদের পুজো বন্ধ করে দিয়েছিলো তৎকালীন ব্রিটিশ সরকার, এবারেও পুজো হবে এবং জনতার প্রবেশ থাকবে নিয়ম মেনে। মন্ত্রী সাধন পান্ডে এই সময়টা তাঁর আদি বাড়িতে থাকেন কাজেই অনুগামীরা আসতে পারবেন না এটা সাধনবাবু চান না। কিন্তু সব মিলিয়ে যা খবর পাওয়া যাচ্ছে, অধিকাংশ বনেদিবাড়ির মানুষ চাইছেন না ভিড়ে সংক্রমণ ছড়াক।
إرسال تعليق
Thank You for your important feedback