কয়লা কেলেঙ্কারিতে ৩ বছরের জেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

কয়লা কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে তিনবছরের কারাদণ্ড দেওয়া হল। সিবিআইয়ের এক বিশেষ আদালত সোমবার এই রায় দেয়। ১৯৯৯ সালে দিলীপবাবু অটলবিহারী বাজপেয়ীর এনডিএ মন্ত্রিসভার সদস্য ছিলেন। ঝাড়খণ্ডের গিরিডিতে ১০৫.১৫৩ হেক্টর পরিত্যক্ত খনি ক্যাস্ট্রন টেকনোলজিসের হাতে তুলে দিয়েছেন কয়লা প্রতিমন্ত্রী দিলীপবাবু।তাঁকে ছাড়াও সেসময় কয়লামন্ত্রকে কর্মরত দুই অফিসার প্রদীপকুমার ব্যানার্জি ও নিত্যানন্দ গৌতমকেও তিনবছরের কারাবাসের আদেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ক্যাস্ট্রনের ডিরেকটর মহেন্দ্রকুমার আগরওয়ালাকেও একই সাজা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। সিবিআই তাদের যাবজ্জীবন সাজার আবেদন জানিয়েছিল। অভিযুক্তরা বয়সের কারণ দেখিয়ে কম মেয়াদের সাজার আবেদন জানান। সবমিলিয়ে ৫১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم