একসময় তাঁর গিটারের মূর্ছনায় মুগ্ধ হয়েছিলেন রাহুল দেববর্মন। ১৯৫৬ সালে হল্যান্ডে জন্ম হলেও এডি ভ্যান হ্যালেনরা চলে আসেন আমেরিকায়। সেখানেই তৈরি হয় তাদের বিখ্যাত ব্যান্ড। সাথে পেলেন ভাই ড্রামবাদক আলেক্সকে। সারা পৃথিবীর সংগীতপ্রেমীরা পাগল হয়ে যেতেন তাঁদের সুরে। আজকের গানের বাজারের আধুনিক স্প্যানিশ গিটারের স্রষ্টা ভ্যান হ্যালেন। সমকালীন যুবসমাজের কাছেও ভ্যান হ্যালেন এক মস্ত প্রিয় নাম।
গত কয়েকমাস ধরে মারণ ক্যান্সারে ভুগছিলেন তিনি। গতকালই লক্ষ লক্ষ সঙ্গীতপ্রেমীকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা/ পরিচালক ফারহান আখতার টুইট করেন, কিংবদন্তি গিটারিস্ট ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াইয়ের পর চলে গেলেন।
إرسال تعليق
Thank You for your important feedback