আইপিএলে আগুন ঝরালেন নরৎজে, বলের গতি ছাড়াল ১৫৬ কিমি/ঘন্টা

 

 এবারের আইপিএলে অভিযোগ উঠছে পিচ নিয়ে। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞরাই দাবি করছেন আরব আমিরশাহিতে এবারের আইপিএলের পিচ খুবই মন্থর। কিন্তু তাতে কিছু যায় আসে না প্রোটিয়া পেসার অ্যানরিচ নরৎজের। এবারের আইপিএলে তিনি করে ফেললেন এক অনন্য রেকর্ড। বুধবারই ছিল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। আর দিল্লি ক্যাপিটালের পেসার নরৎজে ১৫৬.২২ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করলেন। যা কিনা আগের ১২টি আইপিএলে সর্বোচ্চ। ফলে এটিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ গতির বল। এর আগে এই রেকর্ড ছিল নরৎজেরই দেশের পেসার ডেল স্টেইনের। আটবছর আগে ডেল স্টেইন ১৫৪.৪ কিমি প্রতি ঘন্টায় বল করেছিলেন। পরের আট বছরে সেই রেকর্ড অক্ষতই ছিল। চলতি আইপিএলের বুধবার রাজস্থান রয়্যালসের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলটি নরৎজে ঘন্টায় ১৫৬.২২ কিলোমিটার বেগে করলেন। ম্যাচে তাঁর দল দিল্লি জিতল ১৩ রানে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم