বিশ্বকাপ বাছাইপর্বে মেসির গোলে জিতল আর্জেন্টিনা

 

করোনা আবহেই শুরু হয়ে গেল ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। আর দেশের হয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচেই গোল পেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাঁর করা একমাত্র গোলে আর্জেন্টিনা হারাল ইকুয়েডরকে। প্রায় এক বছর পর আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন মেসি। আর প্রত্যাবর্তনের ম্যাচেই পেলেন কাঙ্খিত গোল, দলও জিতল। বৃহস্পতিবার লাতিন আমেরিকা গ্রুপের বাছাইপর্বের খেলা ছিল আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যে। আর্জেন্টিনার নতুন কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই মাঠে নামান দলের প্রধান শক্তি মেসিকে। শুরু থেকেই ম্যাচের রাশ চলে যায় আর্জেন্টিনার ফুটবলারদের পায়ে। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি পায় তাঁরা। লুকাস ওকাম্পোসকে ছোট বক্সের মধ্যেই ফাউল করেন ইকুয়েডরের ডিফেন্ডার এস্তুপেনা। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি লিওনেল মেসি। এটি জাতীয় দলের জার্সিতে তাঁর ৭১তম গোল। আগামী মঙ্গলবার মেসিরা খেলবেন বলিভিয়ার বিরুদ্ধে। অপরদিকে লাতিন আমেরিকা গ্রুপে অপর ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারাল চিলিকে। অন্য একটি ম্যাচে প্যারাগুয়ে ও পেরুর মধ্যে ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم