দিঘা মোহনায় মাছ বোঝাই ট্রলার উল্টে মৃত এক

 

দিঘা মোহনায় ফের ট্রলার ডুবির ঘটনা ঘটল। এবার একটি মাছবোঝাই ট্রলার মোহনাতে ঢোকার সময় চড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল। ওই ট্রলারে থাকা সাতজন কোনও রকমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার রাতে। বুধবার সকালে ওই মৎসজীবীর দেহ উদ্ধার করেছে মোহনা কোস্টাল থানার পুলিশ। শঙ্করপুরের কাছে উদ্ধার হয়েছে ওই মৎসজীবীর দেহ। দিঘা মোহনা ফিসারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, মহামায়া নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে পৌঁছে গিয়েছিলেন ৯ জনের একটি দল। মঙ্গলবার ফেরার পথেই ঘটে বিপত্তি। চড়ে থাক্কা লেগে উলটে যায় ট্রলারটি। সমুদ্রে তলিয়ে যান ৯ মৎস্যজীবীই। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁদের ৮ জন সাঁতরে শঙ্করপুরে ওঠেন। কিন্তু ট্রালের মাঝি আটকে পড়েন নীচে। রাতেই তাঁর খোঁজে তল্লাশি চালানো হয়। বুধবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায় শঙ্করপুরের চড়ে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم