পলাশীতে দুবছর ধরে মুখ থুবড়ে পড়ে গান্ধিমূর্তি

 

 আজ ২ অক্টোবর, দেশজুড়েই মহাধুমধামে পালিত হচ্ছে গান্ধি জয়ন্তী। গান্ধীজীর মূর্তিতে ফুল-মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন আপামর দেশবাসী। আর তখনই এক ব্যাতিক্রমী ছবি ধরা পড়ল এই বাংলায়। নদিয়া জেলার ঐতিহাসিক শহর পলাশি, এখানেই একটি পার্কে মুখ থুবড়ে পড়ে রয়েছে গান্ধিমূর্তি। আগাছায় ছেয়ে গেছে মূর্তি ও বেদি। অবশ্য এই ঘটনা আজকের নয়, বছর দুয়েক ধরেই মূর্তিটির ঠাঁই হয়েছে আস্তাকুঁড়ে। পলাশীর ব্যস্ততম এলাকা কালীগঞ্জ পলাশী বাজার। সেখানেই বছর দুয়েক ধরে অরবিন্দ মোড়ে একটি পার্কের একটি কোণে মুখ থুবরে পড়ে রয়েছে ভগ্নপ্রায় গান্ধিমূর্তিটি। কেন এমন হল? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুই আগে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার ধারের এই মূর্তিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো অরবিন্দ মোড়ের ওই পার্কে ক্রেনে তুলে সরিয়ে নিয়ে যাচ্ছিল ঠিকাদারি সংস্থার কর্মীরা। তখনই অসাবধানতায় ক্রেনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় গান্ধিমূর্তিটি। ফলে ভেঙে যায় সেটি। সেই থেকেই ওই পার্কের এক কোনে রাখা রয়েছে গান্ধিজির মূর্তিটি। অভিযোগ এরপর স্থানীয় প্রশাসন সেটি সারিয়ে নতুন করে স্থাপন করার কোনও উদ্যোগই নেয়নি। এই নিয়ে এলাকার বিশিষ্ট মানুষদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم