বলিউডের 'ফার্স্ট লেডি'র আজ ৫০

 

গৌরী খান, এই নামটি আজ আমজনতার কাছে অতি পরিচিত। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিজের 'বাদশা' শাহরুখ খানের ঘরণী। শুধু এইটুকু বললেই যথেষ্ট নয়, তিনি বলিউডের নামজাদা প্রযোজক। রেড চিলির কর্ণধার, যারা কলকাতা নাইট রাইডার এর অন্যতম মালিক। সিনেমাজগতে এ বার্তা সকলেই জানে যে শাহরুখ স্ত্রীর প্রেমে পাগল। দুজনই দিল্লির বাসিন্দা ছিলেন, দুজনই উচ্চ শিক্ষিত। ১৯৮৫-তে প্রেম, ৬ বছর বাদে সেনা পরিবারের গৌরী ছিবার বাড়ির অমতে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে শাহরুখকে বিয়ে করেন। ধীরে ধীরে তাঁরা মুম্বইতে প্রতিষ্ঠা পান। তিন পুত্র কন্যার মা তিনি। আজ ৫০ বছর পূর্ণ করলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم