ক্রিকেট দুনিয়ায় গাভাস্কারের ৫০ বছর

 

সুনীল মনোহর গাভাসকর, ভারতীয় ক্রিকেটের প্রথম সুপার স্টার তাঁর বিশ্ব ক্রিকেট দুনিয়ায় ৫০ বছরে রয়েছেন। ১৯৭১ এ ওয়েস্ট ইন্ডিজে খেলা শুরু করে, শেষ ১৯৮৭ তে বিশ্বকাপে। খেলা ছেড়েছেন ঠিকই কিন্তু কমেন্ট্রি বক্সে তিনি আজও বিদ্যমান। গাভাসকর মানেই একটা শ্রদ্ধা, একটা উদাহরণ বলেছিলেন প্রয়াত অধিনায়ক মানসুর আলি খান পাতৌদি। তিনি ক্রিকেটে আসার পরই ভারত ওয়েস্ট ইন্ডিজকে প্রথম হারায় এবং তাদের দেশে। ইংল্যান্ডে গিয়ে তাদেরও হারায়। এটা সম্ভব হয়েছিল কেবল গাভাসকরের অসাধারণ ব্যাটিংয়ের জন্যই। ১২৫ টেস্ট ২১৪ ইনিংসে ৩৪টি সেঞ্চুরি সহ ১০,১২২ রান, যার শতাংশ ৫১.১০। অধিনায়কও হয়েছিলেন। তাঁর ঝোলায় রয়েছে একটি বিশ্বকাপ সহ তাঁর নেতৃত্বে মিনি বিশ্বকাপ। তাঁকে শোনা যায় রাজীব গান্ধি রাজনীতিতেও আসতে অনুরোধ করেছিলেন। কিন্তু বিনয়ের সাথে তিনি জানিয়েছিলেন যে, ক্রিকেটই তাঁর ধ্যানজ্ঞান।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم